Ultimate magazine theme for WordPress.

২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ব্রিসবেনে

0

২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। টোকিওতে আন্তর্জাতিক অলিম্পিক (আইওসি) কমিটির ১৩৮তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইওসি এক বিবৃতিতে জানায়, টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের দুদিন আগে ১৩৮তম অধিবেশনে গোপন ব্যালট অনুষ্ঠিত হয়। এতে ৭৭টি ভোটের মধ্যে ব্রিসবেনের পক্ষে ৭২টি বৈধ ভোট এবং পাঁচটি না ভোট পড়ে।

অস্ট্রেলিয়া এর আগে দুবার অলিম্পিক গেমসের আয়োজন করে। সবশেষ ২০০০ সালে সিডনিতে বসেছিল এই ক্রীড়া আসর। তার আগে ১৯৫৬ সালে।

এবারের টোকিওর  পর ২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিকের পরবর্তী আসর। আর ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে তার পরবর্তী আসর বসবে।

চলতি বছরের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে টোকিও ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। গত বছরের ২৪ জুলাই থেকে এই আসর শুরু হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী কোভিড-১৯ বিপর্যয়ের কারণে এক বছর স্থগিত রেখেছিল আর্ন্তজতিক অলিম্পিক কমিটি।

Leave A Reply

Your email address will not be published.

Translate »