Ultimate magazine theme for WordPress.

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

0

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ছোট এক শহরে বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে এদের একজন মারা গেছেন।
শহরটির একটি বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা ওই বন্দুকধারীর মুখোমুখি হওয়ার পর এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এনবিসি নিউজের।
লুববোকের এক সংবাদপত্রের খবরে বলা হয়, টেক্সাসের লুববোক নগরীর প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে লেভাল্যান্ডে এ বন্দুক হামলা চালানো হয়।লুববোক অ্যাভালাঞ্চি জার্নাল জানায়, এ বন্দুক হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লেভাল্যান্ডে একটি বাড়ির অভ্যন্তরে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা সশস্ত্র এক ব্যক্তি বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা এসব পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়।
ওই সংবাদপত্রের খবরে বলা হয়, আহত কর্মকর্তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave A Reply

Your email address will not be published.

Translate »