Ultimate magazine theme for WordPress.

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে মহানন্দার পানি, আতঙ্কে কয়েকশ পরিবার।

0

#মোঃ বারিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ—টানা বৃষ্টিতে পানি বেড়েছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে। এতে দেখা দিয়েছে নদীভাঙন। হুমকির মুখে পড়েছে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা। এদিকে ভাঙনে আতঙ্কে রয়েছে ওই এলাকার কয়েকশ পরিবার।

স্থানীয়রা জানান, গ্রাম থেকে কয়েক মিটার দূরেই ভাঙনের তাণ্ডবলীলা দেখাচ্ছে মহানন্দা। গত কয়েকদিন বৃষ্টিতে নদী ভয়ানক আকার ধারণ করেছে। এছাড়া গত বছর নদীভাঙনে তলিয়ে যায় এলাকার অনেক আবাদি জমি। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নিলে এবারও অনেক জমি নদীতে বিলীন হয়ে যেতে পারে। আবাদি জমির পর ভিটেমাটি হারানোর শঙ্কায় রয়েছেন নদী পাড়ের মানুষ।

স্থানীয় বাসিন্দা শাহিন আক্তার বলেন, গত বছর নদীভাঙনে আমার এক বিঘা আবাদি জমি নদীতে তলিয়ে গেছে। এবার যদি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙনরোধে ব্যবস্থা না নেয়, তাহলে আরও জমি নদীতে হারিয়ে যাবে।

ওই এলাকার আরেক বাসিন্দা নুর মহাম্মদ জানান, এ বছর বন্যায় সবচেয়ে বেশি হুমকির মুখে আছে দিলজান হাজীর টোলা, বাসেদ মণ্ডলের টোলা ও সামশুদ্দিন মণ্ডলের টোলার বাসিন্দারা।

জমসেদ আলী নামের এক বাসিন্দা জানান, বর্তমানে দেবিনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এ ইউনিয়নের ধুলাউড়ি হাট, দেবীনগর কেন্দ্রীয় ঈদগাহ, দাখিল মাদরাসা, দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দিয়াড় মহাবিদ্যালয়, ইসলামিয়া মাদরাসাসহ অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

স্থানীয় ইউপি সদস্য বকুল হোসেন বলেন, নদীভাঙনের কথা চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

দেবিনগর ইউপি চেয়াররম্যান আব্দুর রহিম বিশ্বাস বলেন, নদীভাঙনের বিষয়ে অবগত আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ময়েজ উদ্দিন বলেন, দেবিনগরে মহানন্দা নদীতে ভাঙনের বিষয়টি আমাদের জানানো হয়েছে। দ্রুত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.

Translate »