Ultimate magazine theme for WordPress.

রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সংগে বৈঠক হতে পারে বাবুনগরী’র

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর সংগে বৈঠক করতে ঢাকায় এসেছেন কওমী মাদ্রসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর একজন খাদেম বাংলাভিশন ডিজিটালকে জানিয়েছেন, সোমবার (৫ জুলাই) সকালে হাটহাজারী থেকে ঢাকায় এসেছেন তিনি। এরপর রাজধানীর বারডেম হাসপাতালে নিয়মিত মেডিক্যাল চেকআপ করিয়েছেন।
তিনি জানান, বাবুনগরীর সংগে হাটহাজারী থেকে ঢাকায় এসেছেন হেফাজত-এর প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা আহমদ শফী’র সাবেক একান্ত সহকারি মাওলানা শফিউল আলমসহ বেশ কয়েকজন। তাঁরা হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী’র পরিচালিত খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থান করছেন।
বাবুনগরী’র ওই খাদেম আরও জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সংগে দেখা করার অনুমতি চাওয়া হয়েছে। আজ রাতের যে কোনো সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় সাক্ষাত হতে পারে। সাক্ষাতে বাবুনগরীর সংগে সংগঠনটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ কয়েকজন অংশ নেবেন বলে জানা গেছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন বলেন, উনারা ফোন দিয়ে সাক্ষাতের অনুমতি চেয়েছেন, মন্ত্রী মহোদয় আসতে বলছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নুরুল ইসলাম জিহাদী বলেন, বৈঠকের সম্ভাবনা রয়েছে। এখনও সময় চূড়ান্ত হয়নি। উনি (জুনাইদ বাবুনগরী) কাল চলে যাবেন।

Leave A Reply

Your email address will not be published.

Translate »