Ultimate magazine theme for WordPress.

ইরাক ও সিরিয়া সীমান্তে মার্কিন বিমান হামলা

0

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীকে লক্ষ্য করে ইরাক ও সিরিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার এ হামলা চালানো হয়। খবর বিবিসি।
এক বিবৃতিতে পেন্টাগন জানায়, মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। ড্রোন হামলাকারীদের অস্ত্র মজুদের স্থানে এ হামলা চালানো হয়।
পেন্টাগন আরো জানায়, মার্কিন নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ ঘটনায় হতাহতের বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। তবে একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ায় মার্কিন যুদ্ধবিমানের আক্রমণে আরও কয়েকজন সৈন্য আহত হয়েছে।
এএফপির বরাতে সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, হামলায় এক শিশু নিহত হয়েছে। এছাড়াও অন্তত তিনজন আহত হয়েছে।
জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর ইরানের সামরিক ঘাটিতে এটি দ্বিতীয় বিমান হামলার ঘটনা।
গত কয়েক মাসে ইরাকে অবস্থানকারী মার্কিন সৈন্যদের ওপর পর্যন্ত বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয়। তবে এসব হামলায় নিজেদের সংশ্লিষ্টতার বিষয় অস্বীকার করে আসছে ইরান।

 

Leave A Reply

Your email address will not be published.

Translate »