Ultimate magazine theme for WordPress.

বিবাহিত শাহরুখ-এর সংগে ডেটিংয়ে রাজি হননি লেডি গাগা

0

ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক—লেডি গাগা ২০১১ সালে ভারত এসেছিলেন। সেই সময় মার্কিন তারকার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন শাহরুখ খান। সেখানে বিবাহিত শাহরুখের সঙ্গে ডেটিং-এর অফারে না করেছিলেন তিনি।
নিউজ১৮-এর প্রতিবেদনে জানানো হয়, সেই সাক্ষাৎকারে লেডি গাগার সঙ্গে তাঁর গান বাজনা, কাজসহ নানান বিষয় নিয়ে কথা বলেছিলেন শাহরুখ।
ওই চ্যাট শোয়ে উপস্থিত দর্শকরাও লেডি গাগাকে বিভিন্ন প্রশ্ন করেন। সেখানে এক দর্শক জিজ্ঞাসা করেছিলেন, লেডি গাগা কি কখনও শাহরুখ খানকে ডেট করবেন?
উত্তরে এক মুহূর্তও না ভেবে সরাসরি লেডি গাগা না বলে দেন।
মার্কিন তারকা শাহরুখের দিকে তাকিয়ে বলেন, ‘আরে তুমি তো বিবাহিত। কখনোই তোমায় ডেট করবো না। আমি ভালো মেয়ে। আমি একজন পুরুষ নিয়েই থাকতে পছন্দ করি আর খুবই সেকেলে। তাই আমার উত্তর- না।’
লেডি গাগা’র এমন উত্তরের পর শাহরুখ মজা করে বলেন, ‘আমার আশা ধুলোয় মিশে গেলো।’

সেই সময় ভারতে এসে শাহরুখ ও অর্জুন রামপালের সঙ্গে পার্টিও করেন লেডি গাগা। সেই পার্টির থেকে একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।ক্যাপশনে লিখেছিলেন, ‘হলিউড বাদ দাও। এখানে পুরোটাই বলিউড।

Leave A Reply

Your email address will not be published.

Translate »