Ultimate magazine theme for WordPress.

বাংলাদেশিদের সিঙ্গাপুর ভ্রমণে নিষেধাজ্ঞা

0

ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক…করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। শুক্রবার পূর্ব সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে সম্প্রতি সফর করেছেন এমন নাগরিকদের নিজ দেশে প্রবেশ করতে দেবে না সিঙ্গাপুর।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক যারা এই দেশগুলোতে গত দুই সপ্তাহের মধ্যে অবস্থান করেছেন, তাঁদের সিঙ্গাপুরে প্রবেশ বা দেশটির ভেতর দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
দীর্ঘমেয়াদী ভিসাপ্রাপ্ত ও স্বল্প মেয়াদে ভ্রমণকারী উভয় ধরনের ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আগে ভারতের নাগরিকদের প্রবেশও নিষিদ্ধ করে সিঙ্গাপুর।

Leave A Reply

Your email address will not be published.

Translate »