ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক …. ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গের ফোন নম্বরসহ অন্যান্য তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে।
ওয়াইআইওএনের খবরে বলা হয়েছে, সম্প্রতি অনলাইন ফাঁস হওয়া তথ্য ভাণ্ডারের মধ্যে জুকারবার্গের ব্যক্তিগত তথ্যও রয়েছে। তবে তা অনেক পুরনো বলে উড়িয়ে দিয়েছে ফেসবুক।
সাইবার নিরাপত্তা গবেষক ডেভ ওয়াকার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে তিন কোটি ২০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে।
হাডসন রক সাইবার নিরাপত্তা ফার্মের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যালন গল বলেন,৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক নথি ফাঁস হয়েছে।
জানুয়ারি থেকে একটি হ্যাকিং গোষ্ঠীর কাছে ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর নথি রয়েছে। এতে ব্যবহারকারীর ফোন নম্বর থেকে শুরু করে বিস্তারিত তথ্য রয়েছে।
Prev Post
Next Post