ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক….
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। নিপুণ রায়ের শ্বশুর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (২৮ মার্চ) বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর রায়েরবাজার এলাকার বাসা থেকে নিপুণ রায়কে আটক করা হয়। কেন বা কি অভিযোগে আটক করা হয়েছে তা বলতে পারেননি তিনি। বাসার সদস্যরা জানান, কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোষাকের সদস্যরা ভবনের চার তলায় উঠে ধরে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে যেসব সব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।”