রাজশাহীর তানোর থানার লালপুরে ফসলের মাঠে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিমানটি জরুরি অবতরণ করে। আলু ক্ষেতের উঁচুনিচু জমিতে অবতরণের সময় উড়োজাহাজটি উল্টে গেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি রাজশাহীর বাংলাদেশ ফ্লাইং একাডেমির। এ দুর্ঘটনায় উড়োজাহাজটির প্রশিক্ষক মো. মাহফুজ এবং প্রশিক্ষণার্থী মো. নাহিদ সামান্য আহত হয়েছেন।
খবর পেয়ে উড়োজাহাজটি উদ্ধার অভিযানে নেমেছে তানোর ফায়ার সার্ভিস ও পুলিশ।
প্রশিক্ষকের বরাত দিয়ে পুলিশ বলছে, তারা (প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী) আমাদের জানিয়েছেন যে, উড়োজাহাজটির ইঞ্জিন বিকল হয়ে উড্ডয়ন অসম্ভব হয়ে পড়লে তারা এখানে জরুরি অবতরণ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এস২ এজিজি সেসেনা ১৫২ মডেলের বিমানটি বিকট শব্দে একটি আলুক্ষেতে আছড়ে পড়ে।