ব্রাজিলে করোনা টিকার নামে খালি সিরিঞ্জ পুশ!
রিও অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, যদি টিকা আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এমন ঘটনা প্রমাণিত হয়ে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে।
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
করোনাভাইরাসের টিকার নামে খালি সিরিঞ্জ পুশ করার অভিযোগ উঠেছে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে।
দেশটির অন্তত চারটি রাজ্যে এ ঘটনা ঘটেছে।
এটিকে ‘বায়ু টিকা’ বলে আখ্যায়িত দেশটির স্থানীয় গণমাধ্যম।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, এ খবর জানার পর তদন্তে নামে পুলিশ।
রিও অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, যদি টিকা আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
এমন ঘটনা প্রমাণিত হয়ে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে।
টিকা কেলেঙ্কারি নিয়ে বুধবার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলের পুলিশ।
তাদের ধারণা, নার্সরা হয়তো টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বা কালোবাজারে এ টিকা বিক্রি করছে তারা।
ভুয়া টিকাদান কর্মসূচির কারণে ব্রাজিলে করোনা মোকাবিলায় সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে।
এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে চরম অবহেলার বিষয়টিও সমালোচিত হয়।