©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
অভিনেত্রী দীঘি সম্প্রতি বেশ কিছু ছবি থেকে বা’দ পড়েছেন, এমনটাই শোনা যাচ্ছিল কদিন ধরে। আজ এই অভিনেত্রী ভারত থেকে দেশে ফিরে খবরগুলোকে গু’জ’ব বলে উড়িয়ে দিলেন।এই মুহূর্তে তিনি বাদ পড়ার খবর নিয়ে ভাবছেন না। তাঁর ফো’কা’স বঙ্গবন্ধুর জীবনীচিত্র ঘিরে। এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াই তাঁর ক্যারিয়ারে সেরা উপহার।
জীবনে আর কোনো ছবিতে অভিনয় না করলেও কোনো আফসোস নেই বলে অভিব্য’ক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী দীঘি। তার ভাষায়, বঙ্গবন্ধুর জীবনীচিত্র ঘিরে ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াই তাঁর ক্যারিয়ারে সেরা উপহার।
বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর ভূমিকায় অভিনয় করতে গত ২২ জানুয়ারি ভারতে উড়াল দিয়েছিলেন দীঘি। ১০ দিনের সেই শু’টিং’য়ের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। তিনি আজ ২ ফেব্রুয়ারি বেলা দুইটায় বাসায় ফিরেছেন।