©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
বাঙালি ফুটবলপ্রেমীদের পছন্দের দেশ ব্রাজিল।দক্ষিণ আমেরিকার সবচেয়ে সম্পদশালী এবং বড় দেশ এটি ।সাম্প্রতিক সময়ে অবৈধ পথে আমেরিকা যেতে ট্রানজিট হিসেবে এই দেশটিকে ব্যবহার করেছে হাজার হাজার বাংলাদেশি অভিবাসী। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসনের চাপে ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার অন্যান্য অবৈধ পথ গুলো বন্ধ করে দেয় দেশগুলোর সরকারপ্রধানরা। সম্প্রতি আমেরিকার সরকার পরিবর্তনের সাথে সাথে অবৈধ পথ গুলো আবার সচল হয়ে গেছে। ইতিমধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ব্রাজিল , বলিভিয়া , আর্জেন্টিনা , প্যারাগুয়ে সহ বিভিন্ন দেশে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছিল – তাদের মধ্যে অনেকেই এসব দেশ ছেড়ে অবৈধ পথে আমেরিকার পথে পা বাড়িয়েছে । বর্তমানে এই অবৈধ রাস্তাটি সচল থাকায় নতুন করে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে ঐ সকল অভিবাসীরা । একটি বিশ্বস্ত সূত্র মতে জানা গেছে প্রতিদিন ব্রাজিল , বলিভিয়া ও ইকুয়েডরে নতুন নতুন অভিবাসী আসছেন আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে।
কোন একটি মানব পাচারকারী চক্র এই সকল মানুষকে অবৈধপথে আমেরিকা যেতে সাহায্য করছে। তাদের সম্ভাব্য অবস্থান ব্রাজিল , বলিভিয়া , ইকুয়েডর । অবশ্য এই সকল মানব পাচারকারী কে ধরতে ইন্টারপোলের পুলিশ সব সময় সতর্ক আছেন । ইন্টারপোল পুলিশের ধারণা তাদের ফাঁদে যেকোনো সময় ধরা পড়বে এই চক্রটি। অন্যদিকে এই চোর পুলিশ খেলা এবং হাজার বাধা বিঘ্ন কে মেনেই স্বপ্নেরদেশ আমেরিকা যেতে এই অবৈধ পথটি বেছে নিচ্ছে কিছু অগ্য মানুষ । তাদের স্বপ্ন একটাই মৃত্যুকে জয় করে যেতে হবে তাদের বহুদূর যেতে হবে তাদের স্বপ্নের দেশ আমেরিকা।