©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
মাছ খেতে ভালোবাসেন? বাঙালি আবার মাছ খাবে না। কিন্তু মাছ কিন্তু কেবল খাওয়ার জিনিস নয়, বরং প্রেম নিবেদনের জন্যেও ব্যবহার হয়ে থাকে। আশ্চর্য হবেন না, মধ্য ব্রাজিলে মেহিনাকু গ্রামে নারীরা তাদের প্রণয়প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নেবার এক সহজ পন্থা বের করেছেন। একজন নারীকে যদি একাধিক পুরুষ প্রেম নিবেদন করেন, তাহলে প্রত্যেক পুরুষকেই সেই নারীকে দিতে হয় একটি করে মাছ উপহার। সেই মাছের মধ্যে যার মাছটি সবচেয়ে বড় হয়, জীবনসঙ্গী হিসেবে সেই পুরুষকেই বেছে নেন সেই নারী। অবাক হচ্ছেন? মাছ দিয়ে জীবনসঙ্গী নির্বাচন? এমনও কিন্তু হয়। সারা পৃথিবীর পুরুষদের বৃষ্টি ব্রাজিলের নারীদের দিকে। ব্রাজিলের নারীরা কেমন সুন্দরী রূপবতী তেমনি তাদের মন অনেক ভালো । ব্রাজিলের নারীরা সাধারণত বিদেশি পুরুষদের বেশি পছন্দ করে থাকেন। পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন এশিয়ার দেশ বাংলাদেশের নাম । অনেক বাংলাদেশী ব্রাজিলে বর্তমানে বিয়ে করে সংসার করছেন।
( আমাদের এই ওয়েবসাইটের কোন লেখা হুবহু প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। লেখা শেয়ার বা প্রকাশ করতে হলে আমাদের লিংক সাথে দিতে হবে।)