©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটেও এখন থেকে করোনাভাইরাসের নেগেটিভ সনদ দেখাতে হবে। ফেডারেল কর্মকর্তারা ফ্লাইটে ওঠার আগেই যাত্রীদের কাছ থেকে করোনা সনদ পরীক্ষা করে দেখবেন। পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ নতুন এই নির্দেশনার কথা জানিয়েছেন।
গত মাসে সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) ইতোমধ্যেই আন্তর্জাতিক সব ফ্লাইটে করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে।
এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সব ধরনের ফ্লাইটে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত একটি প্রোগ্রামে বুটিগিগ নতুন নির্দেশনা সম্পর্কে জানিয়েছেন।
তিনি জানান, সিডিসির সঙ্গে এ বিষয়ে সরাসরি আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমি আপনাদের বলতে পারি যে, এই নির্দেশনা এখন থেকে চালু হতে যাচ্ছে।