©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো তার ভেরিফাই ফেসবুক পেজ এ লিখেছেন কয়েক দশক ধরে ধ্বংস হওয়া ব্রাজিল এতো অল্প সময়ে ঘুরে দাঁড়াতে পারে না। ২০১৮ সালের নির্বাচনের পর বিরোধী দলসহ সকলে মিলে একসাথে দেশ পুনর্গঠনে কাজ করা প্রয়োজন ছিল।কিন্তু তারা দেশ ও জনগণের স্বার্থ না দেখে দেশকে ধ্বংস করতে জনগণকে উস্কানি দিচ্ছে। এই মহামারীর মাঝেও তারা আমাদের পাশে নেই। ব্রাজিলকে পূর্ণ গঠন করার জন্য আজ আমরা সময় পেয়েছি।নিজেদের ব্যক্তিগত স্বার্থ কে ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে একসাথে কাজ করার।আমাদের রয়েছে প্রাকৃতিক সম্পদ, অনন্য সৌন্দর্য এবং পরিশ্রম করার মতো মানুষ।আমাদের আছে সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সর্বোপরি নিজেদের উপর আত্মবিশ্বাস।আমাদের পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়াই আমাদের লক্ষ্য।যদিও রাস্তাটি দুর্গম তারপরও সৃষ্টিকর্তা আমাদের পাশে আছেন।
(অনুমতি ছাড়া আমাদের ওয়েবসাইটের কোনো লেখা প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ)