©ক্রাইম টিভি বাংলা বিনোদন ডেস্ক ♦
করোনার দ্বিতীয় দফায় ভয়াবহ সংক্রমণে বিপর্যস্ত পেরু।
প্রিয়জনকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় দেশটির শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে দিনরাত অক্সিজেন পেতে অপেক্ষা করছে।
এমনকি রাস্তায় তাদের ঘুমাতেও দেখা যাচ্ছে।
দেশটির রাজধানী লিমার কাছাকাছি এল কালাউতে অক্সিজেন ফ্যাক্টরীর সামনে লোকজনকে তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করতে দেখা গেছে।
রাস্তায় মানুষ সমান শত শত বিশাল অক্সিজেন সিলিন্ডার সারি সারি রেখে দেয়া হয়েছে।
এগুলো যারা কিনেছে তাদের নাম লেখা রয়েছে তাতে।
ইয়ামিল এন্তোনিও সুসা বলেন, আমি কাল থেকে এখানে অপেক্ষা করছি।
আমার আসার আগে দুই তিন দিন ধরে লোকজন লাইনে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিল।
সুসার ৫০ বছর বয়সী পিতা কোভিড-১৯ এ আক্রান্ত। তার অক্সিজেন প্রয়োজন।
আরেক রাত না হলেও অন্তত সন্ধ্যার আগ নাগাদ সে অক্সিজেন পাবে না বলেই আশা করছে।
খালি হাতে বাড়ি ফিরে যাওয়ার কোন মানে নেই বলে উল্লেখ করলো সুসা।