©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ৩৩ জন, মোজাম্বিকে ৫ জন, লিসোথু ২ জন, সোয়াজিল্যান্ডে ৩ জনসহ মোট ৪৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
২০২১ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ ডাকাতের গুলি, পিটিয়ে, ছুরিকাঘাতে খুন হয়েছেন ৬ জন।
বিভিন্ন রোগে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং করোনা আক্রান্ত হয়ে ও করোনার লক্ষণ নিয়ে দক্ষিণ আফ্রিকায় ২১ জন, মোজাম্বিকে ৫ জন, লিসোথু ২ জন, সোয়াজিল্যান্ডে ৩ জনসহ মোট ৪৩ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
সর্বশেষ জানুয়ারির শেষের দিকে নির্মমভাবে খুন হতে হয়েছেন নোয়াখালীর জাহাঙ্গীর আলম লিটন (৪০)। তিনি ১৯ মাস আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় আসেন।