©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
ভারত মহাসাগরের তীরে ঘেঁষে অবস্থিত দক্ষিণ আফ্রিকার ডারবান শহরটিতে অপরাধ তেমন নেই বললেই চলে। এ শহরটিতে ইন্ডিয়ানদের একচ্ছত্র বসতি হওয়ার কারণে স্থানীয় কৃষ্ণাঙ্গরা অপরাধ সংঘটিত করার তেমন সুযোগ পায় না।
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরটি বর্তমানে করোনার হটস্পট। লকডাউন চলছে দীর্ঘ দিন থেকে। এরই মধ্যে সোমবার হঠাৎ করে একদল কৃষ্ণাঙ্গ সরকারের কাছে বিভিন্ন অযৌক্তিক দাবিসহ রাস্তায় মিছিল নিয়ে নেমে পড়ে। মিছিল থেকে আচমকা হামলা চালানো হয় বেশ কিছু বিদেশি নাগরিকদের দোকানে।
লুটে নেয় দোকানের মালামাল এবং নগদ টাকা, সেইসঙ্গে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বেশ কিছু দোকান।
পুলিশ জানিয়েছেন, উমখোঁটো ওয়েজিজওয়ে মিলিটারি ভেটেরান্স অ্যাসোসিয়েশনের (এমকেএমভিএ) নামে একটি বিচ্ছিন্ন গোষ্ঠী আন্দোলনের নামে বিদেশি নাগরিকদের দোকানে হামলা ও লুটপাট চালিয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রেখেছে।
কৃষ্ণাঙ্গদের হামলায় ক্ষতিগ্রস্ত এক বাংলাদেশি ব্যবসায়ী জানিয়েছেন, লুটপাট এবং অগ্নিসংযোগের কারণে তার ৪ লাখ রেন্ড ক্ষয়ক্ষতি হয়েছে; যা বাংলাদেশি টাকায় ২৫ লাখের কাছাকাছি।