©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
ব্রাজিলের মানাউস নগরীতে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। হাসপাতালগুলোতে অক্সিজেন স্বল্পতা এবং কর্মীরও অভাব দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসি শুক্রবার স্থানীয় গণমাধ্যমে স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা উদ্ধৃত করে জানিয়েছে, অক্সিজেন স্বল্পতায় অনেক মানুষের মৃত্যু হতে পারে।
বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। দেশটিতে এই ভাইরাসে ২ লাখ ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের মহামারীর প্রথম ঢেউয়ে আমাজোনাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এখনও সংক্রমণের প্রকোপ বেড়েছে এ অঞ্চলেই। করোনাভাইরাসের নতুন ধরন সংক্রমণে আরেক নতুন মাত্রা যোগ করেছে।
‘ফিওক্রুজ-আমাজোনিয়া সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউট’ এর গবেষক জেসাম ওরেলেনা এএফপি বার্তা সংস্থাকে বলেন, মানাউসের কিছু হাসপাতালে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে গেছে। হাসপাতালের কয়েকটি কেন্দ্রে রোগীদের দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছে।
ওই অঞ্চল থেকে একজন নারী চিকিৎসাকর্মী ইন্টারনেটে দেওয়া এক ভিডিওতে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমরা খুবই ভয়াবহ অবস্থায় আছি। হাসপাতালের একটি ইউনিটের অক্সিজেন শেষ হয়ে গেছে।”
ভিডিও ক্লিপে ওই নারী বলেন, “কোনও অক্সিজেন নেই। অনেক মানুষ মারা যাচ্ছে। যদি কারও কাছে অক্সিজেন থাকে, তাহলে ক্লিনিকে নিয়ে আসুন। অনেক মানুষ মারা যাচ্ছে।”