উপগ্রহ পরিবহনে এমিরেটস এয়ারলাইন্সের সফলতা
একটি চার্টার ফ্লাইটে ব্রাজিলের সাও জোসে ডোস ক্যাম্পোস থেকে অ্যামাজোনিয়া-১ নামক একটি উপগ্রহ ভারতের চেন্নাইয়ে নিয়ে এসেছে এমিরেটস স্কাইকার্গো।
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
উপগ্রহ পরিবহনে আবারও সক্ষমতার পরিচয় রেখেছে এমিরেটস এয়ারলাইনের কার্গো পরিবহন শাখা- এমিরেটস স্কাইকার্গো।
সম্প্রতি একটি চার্টার ফ্লাইটে ব্রাজিলের সাও জোসে ডোস ক্যাম্পোস থেকে অ্যামাজোনিয়া-১ নামক একটি উপগ্রহ ভারতের চেন্নাইয়ে নিয়ে এসেছে এমিরেটস স্কাইকার্গো।
সম্পূর্ণভাবে ব্রাজিলে তৈরি উপগ্রহটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের পূর্ব উপকুলে অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে।
মহাকাশে পাঠানোর পর অ্যামাজোনিয়া-১ বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট- আমাজান রেইন ফরেস্টের ইকো-সিস্টেম নিরীক্ষণ করবে।
ব্রাজিলের জাতীয় মহাকাশে গবেষণা ইনস্টিউিটে এই উপগ্রহ তৈরিতে সময় লেগেছে আট বছর। সহজ লোডিং ও আনলোডিং-এর জন্য উপগ্রহটির অংশগুলো আলাদা করে নেওয়া হয়।
নিরাপদ ও সুরক্ষিত পরিবহনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয় এমিরেটস স্কাইকার্গো।
ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, সংশ্লিষ্ট বিমানবন্দর ও অন্যান্য সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে অত্যন্ত স্পর্শকাতর মোট ২২ টন ওজনের এই কার্গোটি পরিবহনের জন্য দুটি মহড়া সেশনের আয়োজন করা হয়।
কার্গোটির সঙ্গে ভ্রমণকারী ব্রাজিল জাতীয় মহাকাশ কেন্দ্রের ৪ জন কর্মকর্তা সারাক্ষণ কার্গোটির অবস্থা নিরীক্ষণ করেন।