Ultimate magazine theme for WordPress.

২০২০ সালে সিঙ্গাপুরের জিডিপি কমেছে ৫.৮%

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦

করোনা মহামারীর ধাক্কায় গত বছর সিঙ্গাপুরের জিডিপি সংকুচিত হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। গতকাল নগররাষ্ট্রটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে।

২০০৮ সালে বিশ্বমন্দার পর গত বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রথম মন্দায় পড়ে এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রটি। গত বছরের চতুর্থ প্রান্তিকে সিঙ্গাপুরের অর্থনীতি বছরওয়ারি সংকুচিত হয়েছিল ৩ দশমিক ৮ শতাংশ। তৃতীয় প্রান্তিকের ৫ দশমিক ৬ শতাংশ সংকোচন থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত লক্ষ করা গেছে। ইলেকট্রনিকস ও বায়োমেডিকেল ম্যানুফ্যাকচারিংয়ের ওপর ভর করে ম্যানুফ্যাকচারিং খাতে কিছুটা চাঙ্গা ভাব দেখা দিয়েছিল।

২০২০ সালে নির্মাণ খাত সংকুচিত হয়েছে ৩৩ দশমিক ৭ শতাংশ। সেবা খাত সংকুচিত হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। সিনহুয়া

Leave A Reply

Your email address will not be published.

Translate »