©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
বৈশ্বিক মহামারি করোনা ও বর্তমান পরিস্থিতিতে কানাডা সরকার বিভিন্ন ইস্যুতে পরিবর্তন ও নতুন নীতিমালা আনতে যাচ্ছে।
এর মধ্যে রয়েছে আলবার্টায় সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচের বিধান রেখে নির্বাচনী আচরণবিধি, কুইবেকে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এবং আগামী ১ মার্চ থেকে পরিবেশ আইন কার্যকর হবে ব্রিটিশ কলম্বিয়ায়।
এছাড়াও ন্যূনতম মজুরি বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন ইস্যুতেও নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
পরিস্থিতি অনুযায়ী সময়োপযোগী করতেই এসব নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল সরকার।