খ্যাতির আগেই বলিউডের যেসব তারকা বিয়ে করেছেন
বিশ্বের অন্যান্য শোবিজের মতো বলিউডেও এমনটা প্রচলিত যে, চলচ্চিত্রে জনপ্রিয় হওয়ার আগেই বিয়ে করলে নায়ক বা নায়িকার তারকা খ্যাতি পেতে সমস্যা হয়। কিন্তু বলিউডে এমন কয়েকজন তারকা আছেন যারা এই কথায় কান না দিয়ে আগেই বিয়ে করে ফেলেছেন। দেখে নেয়া যাক এমন কয়েকজন তারকাকে।
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
দিওয়ানা ছবির মাধ্যমে ১৯৯২ সালে বলিউডে পা রাখেন শাহরুখ খান। দিওয়ানা-এর জন্য ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেতার সম্মান পান তিনি। কিন্তু বলিউডে পা রাখার আগে ১৯৯ সালেই তিনি বিয়ে করেন গৌরীকে।
আয়ুষ্মান খুরানার প্রথম ছবি ভিকি ডোনার, মুক্তি পায় ২০১২ সালের। ২০১১ সালে তিনি বিয়ে করেন পুরনো বান্ধবী তাহিরা কাশ্যপকে। ছবি: সংগৃহীত
সাইফ আলি খানের বলিউডে আসা আশিক আওয়ারা ছবি দিয়ে। ১৯৯৩ সালে ছবিটি মুক্তি পায়। তার ২ বছর আগে তিনি বিয়ে করেন ১৩ বছরের বড়, অভিনেত্রী অমৃতা সিংহকে। ২০০৪ সালে ডিভোর্স হয়ে গিয়েছে তাদের। ছবি: সংগৃহীত
আমির খান শিশু অভিনেতা হিসেবে বলিউডে ছিলেন। ১৯৮৮ সালে কেয়ামত সে কয়ামত তাকে নায়ক হিসেবে জনপ্রিয়তা দেয়। ১৯৮৬ সালে তিনি বিয়ে করেন বান্ধবী রীনা দত্তকে। ২০১৬ সালে ভেঙে যায় তাদের সংসার। ছবি: সংগৃহীত
২০০১ সালে পেয়ার ইশক অওর মহব্বত ছবি দিয়ে বলিউডে পা রাখেন অর্জুন রামপাল। এর ৩ বছর আগে তিনি বিয়ে করেন মিস ইন্ডিয়া ও সুপার মডেল মেহর জেসিয়াকে। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ছবি: সংগৃহীত
২০০১ সালে পেয়ার ইশক অওর মহব্বত ছবি দিয়ে বলিউডে পা রাখেন অর্জুন রামপাল। এর ৩ বছর আগে তিনি বিয়ে করেন মিস ইন্ডিয়া ও সুপার মডেল মেহর জেসিয়াকে। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ছবি: সংগৃহীত