©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তার এই অসুস্থতার খবরে হাসপাতালে ভিড় জমিয়েছেন ভক্তরা। সোশ্যাল সাইটে সবাই তার জন্য পোস্ট করছেন। এমন অবস্থায় চুপ করে থাকতে পারেননি ভারতের দক্ষিণী অভিনেত্রী নাগমা। এই সেই নাগমা, যার সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে নিয়ে শূন্য দশকে উত্তাল হয়ে উঠেছিল ক্রিকেটাঙ্গন। এমনকী সৌরভ যখন ব্যাট করতেন, প্রতিপক্ষ ক্রিকেটাররা তাকে ‘নাগমা’ ‘নাগমা’ বলে স্লেজিংও করতেন!
আজ শনিবার সৌরভ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরই নাগমা টুইটারে লিখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল।’
২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমা আর ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এর তিন বছর আগে ১৯৯৭ সালে ডোনা রায়কে (পরবর্তীতে ডোনা গাঙ্গুলী) পালিয়ে বিয়ে করেছিলেন সৌরভ। এমন মুহূর্তে প্রেমের গুঞ্জন উঠলে ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ বা নাগমা কেউ অবশ্য প্রকাশ্যে কোথাও কিছু বলেননি। ফলে রহস্য আরও বেশি করে দানা বাঁধে। সবার প্রশ্ন একটাই, সত্যি কি সৌরভ গাঙ্গুলী ও নাগমার মধ্যে কোনো সম্পর্ক ছিল?
সেই ঘটনার অনেকদিন পর গত বছর নীরবতা ভেঙেছিলেন নাগমা। একটু ঘুরিয়ে ফিরিয়ে তিনি বলেছিলেন, ‘সব কিছুর ঊর্ধ্বে ক্যারিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল।’
এবার তো নাগমা সরাসরি সৌরভের আরোগ্য কামনা করলেন। তবে এর আগেও সৌরভ ইস্যুতে টুইট করেছিলেন নাগমা। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদের মাঝে সৌরভ কন্যা সানার পোস্ট করা খুশবন্ত সিংয়ের একটি উদ্ধৃতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। মেয়েকে বাঁচাতে সৌরভ লিখেছিলেন, ‘এসব ব্যাপারে ওকে জড়াবেন না। রাজনীতি সম্পর্কে জানার ব্যাপারে সানা খুবই ছোট।’
তখন নাগমা সরাসরি সৌরভকে উদ্দেশ্য করে টুইটারে লিখেছিলেন, ‘সানা একজন প্রাপ্ত বয়স্ক নাগরিক। তার ভোট দেওয়ার অধিকার যেমন আছে, তেমনই তার স্বাধীন মত সর্বত্র প্রকাশের অধিকারও আছে। সৌরভ যেন সানাকে বাধা না দেন বরং তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে বাবা হিসেবে উৎসাহিত করেন।’