©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের মধ্য দিয়ে যুক্তরাজ্যের নতুন অধ্যায় শুরু হলো। বছরের শেষ দিন তাদের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্ন করলো বরিস জনসনের সরকার।
স্থানীয় সময় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর হয়।এর সঙ্গে সঙ্গে ইইউর দেশে যুক্তরাজ্যের বাসিন্দাদের প্রবেশ ও তাদের দেশ থেকে ইইউতে আসার শর্ত, ব্যবসা বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও এলো পরিবর্তিত বিধি।
বিবিসি জানায়, রাত ১১টায় যুক্তরাজ্যের কর্তৃপক্ষ ইইউর সঙ্গে থাকা সব চুক্তি তুলে নেয়। নিরাপত্তা, বাণিজ্য ও অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে কোনও পক্ষই আর সুবিধা পাবে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের স্বাধীনতা আমাদের হাতে। পৃথকভাবে এবং ভালোভাবে কিছু করার সামর্থ্য আমাদের আছে। ব্রেক্সিটের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, ১৮০ দিনের মধ্যে ৯০ দিন টানা যুক্তরাজ্যের কেউ দেশে থাকতে চাইলে তাকে ভিসা করাতে হবে। অন্যদিকে, ইউরোপের কেউ যুক্তরাজ্যে টানা ছয় মাস ভিসা ছাড়া থাকতে পারবেন। এর বেশি চাইলে ভিসা দরকার হবে।
এছাড়া মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে কিছু সুবিধা পাবে দুই পক্ষই। জিব্রালটার নিয়ে আরও একটি চুক্তি হয়েছে বৃহস্পতিবারই।