Ultimate magazine theme for WordPress.

শীতকালীন পর্যটনের স্বর্গ এখন চীন

0

ক্রাইম টিভি বাংলা ভ্রমণ ডেস্ক

শীতকালীন পর্যটনের স্বর্গরাজ্য এখন চীন।
হেনান, সিচুয়ান, জিলিনসহ কয়েকটি প্রদেশের বিভিন্ন শহর ছেয়ে গেছে শুভ্র তুষারে।
পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত শহরগুলো।
নতুন বছর আর বড়দিনের উৎসব উদযাপনে ঘুরতে গিয়ে মুগ্ধ পর্যটকরা।

শুভ্র তুষারে ছেয়ে গেছে পাহাড়। তার সঙ্গে মিলেমিশে একাকার সফেদ মেঘের ভেলা।
এমন স্বপ্নাতুর দৃশ্য দেখে চোখ জুড়াতেই চীনের হেনান প্রদেশের লৌয়াং শহরে এখন পর্যটকদের ভিড়।

এক পর্যটক বলেন, মনে হচ্ছে মেঘের সমুদ্র। খুবই ভালো লাগছে এখানে ঘুরতে এসে।

দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশেও জমে উঠেছে বরফ উৎসব।
নান্দনিক দৃশ্য, ঝুলন্ত ব্রিজ, স্কিসহ নানা খেলাধুলার আয়োজনে খুশি ভ্রমণপিপুসুরা।

এক ভ্রমণপিপাসু বলেন, বন্ধুদের সাথে ঘুরতে এসেছি। কল্পনার চেয়েও বেশি সুন্দর জায়গাটা।

আমি সত্যিই মুগ্ধ।

তুষারে ছেয়ে যাওয়া দেশটির জিলিন প্রদেশেও পর্যটকসহ স্থানীয়রা শীতকালীন নানা খেলাধুলায় মেতে উঠেছেন।

Leave A Reply

Your email address will not be published.

Translate »