©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
আগেই বলা হয়েছিল, করোনাভাইরাসের নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে কোনো যাত্রী বহন করা যাবে না।
এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
প্রাথমিকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হবে।
বিভিন্ন সময় বিমানবন্দরে করোনাভাইরাস পজিটিভ যাত্রীর উপস্থিতি মেলায় এ নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের ওই বার্তায় বলা হয়েছিল, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, কয়েকটি এয়ারলাইন্স যাত্রীদের পিসিআর নির্ভর কোভিড -১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করছে।
এমন ঘটনাও ঘটেছে, করোনা পজিটিভ যাত্রীও নিয়ে এসেছে।’
এ কারণে কয়েকটি বিমান সংস্থাকে জরিমানাও করা হয়েছে।
কিন্তু এমন নির্দেশনা মানছে না অনেকেই।
ওই নির্দেশনার পরও করোনা পজিটিভ শনাক্ত হওয়া যাত্রী বহন করেই চলেছে।