©ক্রাইম টিভি বাংলা ডেস্ক ♦
দেশের সব বিমানবন্দর থেকে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার কাজ চলছে।
ফেব্রুয়ারি থেকে কক্সবাজার বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করা হবে।
এরপর ধীরে ধীরে দেশের অন্যসব বিমানবন্দর থেকেও এই কার্যক্রম পরিচালিত হবে।’