Ultimate magazine theme for WordPress.

ভেনেজুয়েলায় নৌকাডুবি, প্রাণ গেল ২০ অভিবাসন প্রত্যাশীর

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦

দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা থেকে ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেনেজুয়েলা থেকে সাগর পাড়ি দিয়ে ত্রিনিদাদ ও টোবাগো যাচ্ছিলেন এই অভিবাসন প্রত্যাশীরা।
ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে জানায়, গত শনিবার (১২ ডিসেম্বর) ১১টি মরদেহ পাওয়া যায়। এরপরের দিন দুজন পুরুষ ও একজন নারীর মৃতদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান জোরদার করার পর বাকিদের মরদেহও পাওয়া যায়।

মরদেহগুলো ভেনেজুয়েলার উপকূলীয় শহর গুইরিয়ার কাছে পাওয়া গেছে।

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ঘটনার সঙ্গে গুইরিয়ার অপরাধী গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে বলে মনে করছে। মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৬ জনকে আটক করা গেছে। নৌকাডুবির ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন।
জাতিসংঘের তথ্য মতে, সামাজিক এবং অর্থনৈতিক মন্দার কারণে ২০১৫ সাল থেকে প্রায় সাড়ে চার লাখ নাগরিক ভেনেজুয়েলা ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে।
গত বছর দুটি নৌকা ভেনেজুয়েলার উপকূল থেকে প্রতিবেশী দেশের উদ্দেশে রওনা হওয়ার পর সাগরে হারিয়ে যায়। এবারের ঘটনায় মরদেহগুলো দেশটির গুইরিয়া থেকে সাত নটিক্যাল মাইল দূরে পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.

Translate »