সোনারগাঁ থানা শম্ভুপুরা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ এজাজের প্রথম উঠান বৈঠক।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃ সজিব হোসেন
নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা শম্ভুপুরা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডর মেম্বার পদপ্রার্থী . এবং সোনারগাঁ থানা, শম্ভুপুরা ইউনিয়ন নবীনগর গ্রামের যুব সমাজের আইকন মোঃ এজাজ গত- বুধবার ১৬ ডিসেম্বর বিকালে জনগনের দোয়া ও ভালোবাসা কামনা করে তিনি তার নির্বাচনী প্রথম উঠান বৈঠক করেন- ০৫ ওয়ার্ডের নয়াগাঁও গ্রামে। যার আয়োজন করেন শম্ভুপুরা ইউনিয়ন ০৫নং ওয়ার্ডের নেতাকর্মীরা। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ০৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ এজাজ। এবং মোঃ আলী, এছাড়াও উক্ত উঠান বৈঠকে শম্ভুপুরা ইউনিয়নের ০৫ ওয়ার্ডের গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। . . এবং সকলেই এই আসা ব্যাক্ত করেন যে আগামী নির্বাচনে মোঃ এজাজ মেম্বার হিসাবে পেলে নবীনগর, মোল্লাপাড়া, সরকারপাড়া ও নয়াগাঁও এর মানুষের চাওয়া পাওয়া ও দুঃখ কষ্ট অনেক টাই কমে যাবে এবং অনেক উন্নয়ন হবে বলে আসা করেন।