দক্ষিণ আমেরিকার আকর্ষণীয় পর্যটনের দেশ চিলি।
চিলিকে আঙ্গুরের দেশও বলা যায়। পুরো দেশে ৮০০০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে রয়েছে আঙ্গুরের বাগান। দেশটি দামি দামি মদ তৈরির জন্য বিখ্যাত।
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
দক্ষিণ আমেরিকার বিস্ময় চিলি। ইস্টার আইল্যান্ডের ৮৮৭টির পাথুরে মাথা দেশটিকে আরও রহস্যময় করে তুলেছে। দক্ষিণ আমেরিকার বিস্ময়গত দিক থেকে আস্তে আস্তে সবচেয়ে আকর্ষণীয় পর্যটনের দেশ হয়ে উঠেছে চিলি। সম্প্রতি পর্যটন খাতে দেশটি ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২৬৫০ মাইল লম্বা ১৫০ মিটারেরও বেশি চওড়া দেশটি প্রাকৃতিক বিস্ময় আর রূপ-বৈচিত্র্য এবং জীব-বৈচিত্র্যে ভরপুর। অন্যদিকে চিলিকে আঙ্গুরের দেশও বলা যায়। পুরো দেশে ৮০০০ হেক্টরেরও বেশি জায়গাজুড়ে রয়েছে আঙ্গুরের বাগান। দেশটি দামি দামি মদ তৈরির জন্য বিখ্যাত। সান্তিয়াগোর লেক ডিস্ট্রিকও এবং সান পেদ্রো ডি অ্যাতাকামা মরূদ্যান শহরটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ৩৬টি ন্যাশনাল পার্ক ও অসংখ্য প্রাকৃতিক বিস্ময় নিয়ে চিলি ২০২০ সালের মধ্যে পর্যটন বিশ্বের তৃতীয় বৃহত্তম (জিডিপি’র) দেশ হয়ে উঠবে বলে দেশটির পর্যটন সংস্থা ঘোষণা দেয়।