ব্রাজিলের বি আর এফ(brf) আন্তর্জাতিক বাজারে মুসলিম দেশগুলোর তুরস্ক ও সৌদি আরবে তাদের বাজার তৈরি করছে ।
©ক্রাইম টিভি বাংলা ব্রাজিল ডেস্ক ♦
ব্রাজিলের বি আর এফ(brf) আন্তর্জাতিক বাজারে মুসলিম দেশগুলোতে হালাল খাদ্য দ্রব্য সরবরাহের ব্যাপারে বিনিয়োগ করতে ইচ্ছা পোষণ করেছেন। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে হালাল ফুড রপ্তানি করে চলেছেন এই কোম্পানিটি।
বর্তমানে তুরস্ক ও সৌদি আরবের বাজারে তাদের হালাল খাদ্য দ্রব্য আমদানি করার ব্যাপারে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে এই কোম্পানি পৃথিবীর মুসলিম সবগুলোতে তাদের হালাল খাদ্য রপ্তানি করার চিন্তা ভাবনা করছে। বর্তমান বাজারের তুলনায় ভবিষ্যতে আরও তিন গুণ আমদানি করা হবে।
এই সংস্থাটি আগামী ১০ বছরে মুসলিম দেশগুলোতে হালাল খাদ্য আমদানি করার লক্ষ্যে তাদের উৎপাদনে প্রায় ব্রাজিলিয়ান মুদ্রায় ৫৫ বিলিয়ন (১০.৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবেন।
মুসলিম দেশগুলোর প্রিয় খাবার পিজা এবং মুরগির নাগেটের মতো প্রক্রিয়াজাত হালাল খাদ্য তারা উৎপাদন করবেন।
বি আর এফ(brf) সংস্থাটি তুরস্কের বনভিট ব্র্যান্ড ও ব্রাজিলের সাদিয়া কোম্পানির মালিক। আগামী ১০ বছরে এই কোম্পানি তাদের উৎপাদন বাড়াবে আরো ৭০ শতাংশ।বর্তমানে তাদের আয়ের প্রায় .৫০%।