©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর আজও পাওয়া যায়নি। তবে যুক্তি-তর্কের ভিত্তিতে যে কয়জনের নাম উঠে আসে তার মধ্যে পেলে এবং লিওনেল মেসি অন্যতম। এবার ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছোঁয়ার অপেক্ষায় আছেন বার্সেলোনার আর্জেন্টাইন প্লে মেকার।
ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে পেলের গোলসংখ্যা ৬৪৩। লা লিগায় গতকাল (১৩ ডিসেম্বর) লেভান্তের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পাওয়ার দিনে একমাত্র লক্ষ্যভেদটি করেন মেসি। এর মাধ্যমে ৬৪২ গোলের দেখা পান তিনি। আর একবার জালের দেখা পেলেই ছুঁয়ে ফেলবেন সাবেক ব্রাজিলিয়ান তারকাকে।
শুধু তাই নয়, এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেন মেসি। লেভান্তের জালে বল পাঠিয়ে বার্সার ‘১০ নম্বর’ জার্সি পরে ৬০০তম গোলের স্বাদ নেন। এর মধ্যে লা লিগায় ৪১৮, চ্যাম্পিয়নস লিগে ১১০, কোপা দেল রেতে ৫০, স্প্যানিশ সুপার কাপে ১৪, উয়েফা সুপার কাপে ৩ এবং ক্লাব বিশ্বকাপে করেন ৫ গোল। উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো ন্যু ক্যাম্প ছাড়ার পর ২০০৮-০৯ মৌসুমে সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সিটি পান দলটির বর্তমান অধিনায়ক।