©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
নিজের দুই গোল হয়ে গিয়েছিল।
এমন সময় ডি-বক্সে বাধায় পড়ে পেনাল্টি জেতেন নেইমার।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হ্যাটট্রিক করার সহজ সুযোগটা নেননি নেইমার, বল দিয়ে দেন সতীর্থ কিলিয়ান এমবাপেকে।
এমবাপে ফর্মে নেই অনেকদিন। চ্যাম্পিয়নস লিগে টানা নয় ম্যাচে গোল পাননি।
তাকে ছন্দে ফেরাতে নিজের স্বার্থ বিসর্জন দেন নেইমার।
পেনাল্টিতে গোল করার পর আত্মবিশ্বাস ফিরে পাওয়া এমবাপে এরপর বাসেকসেহিরের বিপক্ষে করেছেন আরও এক গোল।
নেইমারকেও অবশ্য হতাশ হতে হয়নি। হ্যাটট্রিক পরে ঠিকই করেছেন।
ম্যাচ শেষে নেইমারের উদারতার উচ্ছ্বসিত প্রশংসাই করলেন পিএসজি কোচ টমাস টুখেল।
তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার। সে বলটা দিয়ে দিল, যেটিতে তার হ্যাটট্রিক হতে পারতো।
সেই ম্যাচেই নেইমারের তিন গোল করাটা অস্বাভাবিক। সে বলটি কিলিয়ানকে (এমবাপে) দিয়েছিল, যাতে করে চ্যাম্পিয়নস লিগে গোলখরা কাটাতে পারে।’