©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
নরওয়েতে দেউলিয়াত্ব থেকে রক্ষা পেল নরওয়েজিয়ান এয়ার শাটল। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থাটি। খবর এএফপি।
উচ্চাবিলাসী সম্প্রসারণ পরিকল্পনার জেরে বিশাল ঋণে চাপা পড়া এবং সর্বশেষ কভিড-১৯ মহামারীর ধাক্কায় ইউরোপের তৃতীয় বৃহত্তম উড়োজাহাজ সংস্থাটি ধুঁকছিল। সোমবার আয়ারল্যান্ডের একটি আদালতে দেউলিয়াত্ব সুরক্ষা নিশ্চিতের পর নরওয়ের একটি আদালতও এ সুরক্ষা প্রদান করেন। আদালতের রায়ের ফলে ঋণ পুনর্গঠনমূলক কাজ এগিয়ে নেয়ার সময় ঋণদাতা সংস্থাগুলোর সম্ভাব্য চাপ থেকে রক্ষা পাবে উড়োজাহাজ সংস্থাটি।
এক বিবৃতিতে নরওয়েজিয়ান এয়ারের শীর্ষ নির্বাহী কর্মকর্তা জ্যাকব শোরাম বলেন, নরওয়ের আইনে এ পুনর্গঠন কর্মসূচি সব পক্ষের জন্যই সুবিধাজনক হবে। আমাদের লক্ষ্য হচ্ছে কোম্পানিতে চাকরি নিরাপদ করা এবং নরওয়েতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিতে সহায়তা করা।
উড়োজাহাজ সংস্থাটি গত সপ্তাহে একটি উদ্ধার পরিকল্পনা পেশ করেছে, যার মধ্যে রয়েছে নিজেদের বহর কমিয়ে আনা এবং ৪৫ কোটি ৩০ লাখ ডলার ঋণ সংগ্রহ করা।
সাশ্রয়ী এ উড়োজাহাজ সংস্থা ২০১৭ সাল থেকেই ধুঁকছিল। ১৪০টি উড়োজাহাজের মধ্যে চলতি বছরের শুরুতে