ব্রাজিলে বিদেশিদের নাগরিকত্ব আবেদনে জাল সার্টিফিকেট দিলে বাতিল হবে আবেদন।
©ক্রাইম টিভি বাংলা ব্রাজিল ডেস্ক♦
ব্রাজিলে অবস্থানরত বিদেশি নাগরিকরা যারা ৪ বছর আগে ব্রাজিলের পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পেয়েছেন , তারা চাইলে এদেশের স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এই নাগরিকত্ব আবেদনের সময় নিয়ম অনুসারে বেশ কিছু কাগজপত্র জমা দিতে হয়। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই বছর নভেম্বর পর্যন্ত সর্বমোট ২ হাজার ৭ শত আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২ হাজার ৯০ টি আবেদন বাতিল করা হয়েছে । দেশটির আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যদি কেউ কোন দালাল মারফত জাল সনদ সহ আবেদন জমা করেন পরিণামে হতে পারে জেল-জরিমানা। যারা ব্রাজিলে চার বছর আগে রেসিডেন্ট পার্মানেন্ট কার্ড পেয়েছেন । তারা অবশ্যই মনে রাখবেন তিনটি সার্টিফিকেট অবশ্যই যাচাই করে জমা দিতে হবে -( ১) নিজ দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ( ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় অনুবাদ করা হতে হবে)। (২) ব্রাজিলের যে শহর থেকে আপনি জমা দিবেন সেই শহরের ক্রিমিনাল সার্টিফিকেট। (৩) ব্রাজিলের পর্তুগিজ ভাষা লেখা ও পড়তে জানা সরকার নির্ধারিত ইনভারসিটি থেকে প্রাপ্ত সার্টিফিকেট।
এই তিনটি সার্টিফিকেট ছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সার্টিফিকেট জমা দিতে হবে। মনে রাখবেন একটি সার্টিফিকেট বা তথ্য যদি আইন মন্ত্রণালয় জাল মনে করেন তাহলে আপনার আবেদন বাতিল করা হবে। এবং আপনাকে এই অপরাধে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এমনও হতে পারে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড বাতিল করা হতে পারে।