©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
বাজেট নিয়ে বিক্ষুব্ধ মানুষ হামলা চালিয়ে গুয়াতেমালার পার্লামেন্ট- কংগ্রেস ভবনের আংশিক ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে।
বিবিসি জানায়, বুধবার বিলটি পার্লামেন্টে তোলা হলে মানুষ রাস্তায় নেমে আসে এবং দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়।
সেখানে মানুষ বলে ‘দুর্নীতির কারণে তারা ক্লান্ত হয়ে পড়েছে।’ এ সময় দেশটির ১৬০ আইনপ্রণেতার মধ্যে ১২৫ জনেরই পদত্যাগ দাবি করা হয়।
বিরোধীরা বলছেন, বাজেটে বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব প্রকল্প চালাচ্ছেন সরকার ঘনিষ্ঠরা। অথচ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মহামারির প্রভাবকে গুরুত্ব দিচ্ছে না সরকার।
আগেই এ বাজেটের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট গুইলারমো কাস্তিলো। তিনি বলেছেন, দেশের ভালোর জন্য তার এবং প্রেসিডেন্ট গিয়ামাতেইয়ের একসঙ্গে পদত্যাগ করা উচিত।