Ultimate magazine theme for WordPress.

ব্রাজিলে দ্বিতীয় দফা সংক্রমণের হুমকি

0

©ক্রাইম টিভি বাংলা ব্রাজিল ডেস্ক♦

গত কয়েক মাস ধরে করোনার তীব্র আক্রমণে পর্যুদস্ত ব্রাজিল এখন দ্বিতীয় দফায় সংক্রমণের হুমকিতে রয়েছে।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি লোক মারা গেছেন। এ সংখ্যা ৬৬ হাজারেরও বেশি।

দেশটিতে গত জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতিদিন এক হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছেন। কিন্তু গত সপ্তাহের প্রথম থেকে প্রতিদিনের মৃত্যু ৩৫০ জনে নেমে আসার পর তা আবার বাড়তে শুরু করেছে।

এখন এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া হাসপাতালেও করোনা রোগীর ভর্তির সংখ্যা বেড়ে গেছে।

ভাইরাসে তীব্রভাবে সংক্রমিত সাও পাওলো রাজ্যে গত সপ্তাহে হাসপাতালে কোভিড-১৯ রোগী ভর্তি সংখ্যা ১৮ শতাংশ বেড়ে গেছে।

ইউনিভার্সিটি অব সাও পাওলোর হেলথ ইন্টেলিজেন্স ল্যাব প্রধান ডোমিনগস আলভেস বলেন, আমরা ইতিমধ্যে সম্ভবত দ্বিতীয় দফার সংক্রমণের শিকার হয়েছি।

তিনি একে উদ্বেগজনক পরিস্থিতি উল্লেখ করে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে গণহারে করোনা পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো বলেন, দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হলে আমাদের তা মোকাবেলা করতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি সত্যিকারভাবেই ধসে যাবে।

ডানপন্থী এ নেতা আরও বলেন, অর্থনীতির ওপর লকডাউনের প্রভাব ভাইরাসের চেয়েও ক্ষতিকর।

Leave A Reply

Your email address will not be published.

Translate »