Ultimate magazine theme for WordPress.

দিওয়ালির জমকালো সাজে বজরঙ্গি ভাইজানের সেই ‘ছোট্ট’ মুন্নি

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦

‘বজরঙ্গি ভাইজান’ ছবির সেই ছোট্ট মুন্নির (হার্ষালি মালহোত্রা) কথা মনে পড়ে? কবির খান পরিচালিত সাড়াজাগানো এই ছবিতে তার নির্বাক অভিনয় ও সালমানের সঙ্গে তার স্নেহ আর্দ্রময় সম্পর্ক মুগ্ধ করেছিল দর্শককে।

সম্প্রতি দিওয়ালি উদযাপনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে হার্ষালি মালহোত্রা। যেখানে পর্দার মুন্নিকে দেখে অনেকেই অবাক হয়েছেন।

কারণ সেই ছোট্ট মুন্নি গত পাঁচ বছরে অনেকটাই বড় হয়ে গেছে।

হার্ষালি মেহতার শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, কোথাও তাকে রঙ্গোলির পাশে বসে ছবি তোলার জন্য পোজ দিতে, কোথাও প্রদীপ হাতে, আবার কোথাওবা তাকে ‘ভাই দুজ’-এর ফোঁটা দিতে দেখা গেছে ভাইকে।

প্রসঙ্গত ‘বজরঙ্গি ভাইজান’-এর পর হার্ষালি মালহোত্রাকে দেখা গেছে টেলিভিশন সিরিজ ‘কবুল হ্যায়’ ও ‘লট আও তৃষা’-তে।

Leave A Reply

Your email address will not be published.

Translate »