©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতের বিরোধিতা করায় দেশটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা, সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাসট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা) প্রধান ক্রিস ক্রেবসকে বরখাস্ত করেন ট্রাম্প।
বরখাস্তের অজুহাত হিসেবে ট্রাম্প জানান, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ‘অত্যন্ত ভুল’ মন্তব্য করায় তিনি ক্রেবসকে বরখাস্ত করেছেন।
বরখাস্ত হওয়ার কিছুক্ষণ পরেই ক্রেবস টুইট করে বলেন, ”নির্বাচনী পদ্ধতি নিয়ে জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে ৫৯ জন নির্বাচনী নিরাপত্তা কর্মকর্তা একমত যে, কোথাও এসব অভিযোগের ভিত্তি নেই এবং প্রযুক্তিগতভাবেও সেটা অসম্ভব।”
আজ ক্রেবস আরেক টুইটে লিখেছেনঃ
“সেবা দিতে পেরে সম্মানিত বোধ করছি। আমরা ঠিকই করেছি। আজকের প্রতিরোধ, আগামীকালের নিরাপত্তা”।
আরেক টুইটে তিনি বলেনঃ
“গণতন্ত্রকে রক্ষায় হয় করবেন, নয়তো করবেন না। চেষ্টার কোন সুযোগ নেই। এইটাই উপায়…”
উল্লেখ্য, ক্রিস ক্রেবসকে ট্রাম্পই নিয়োগ করেছিলেন।।