©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
আফ্রিকার দেশ মোজাম্বিকে মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে মিজানুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দেশটির নামপুলা প্রদেশের সালাওয়া নামক এলাকা থেকে মিজানুরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মিজানুরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। পাঁচ বছর আগে মোজাম্বিক যান তিনি। বিভিন্ন দোকানে চাকরি করে গত একবছর ধরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন মিজানুর।
সেখানকার প্রবাসী বাংলাদেশিরা জানান, মিজানুর রহমান সালাওয়া এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কোনো এক সময় সংঘবদ্ধ ডাকাত দল তার বাসায় হানা দিয়ে টাকা-পয়সা মালমাল লুট করে। পরে হাত-পা বেঁধে মুখে পলিথিন পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।