©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপে অংশ নেয়া মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো।
রোববার সংবাদ সম্মেলনে এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘আজকে পেশাদারভাবে ফুটবল ছাড়ার ঘোষণা দিতে চাই। এই ক্লাবকে ধন্যবাদ, তারা আর্জেন্টিনায় আমার ক্যারিয়ার শেষ করার সুযোগ দিয়েছে।’
অবসরের সিদ্ধান্ত নেয়ার কারণ জানাতে তিনি বলেন, ‘ক্লাবের ফল কিংবা অন্যান্য পরিস্থিতির সঙ্গে আমার এ সিদ্ধান্তের কোনো যোগসাজশ নেই। তবে সাম্প্রতিক সময়ে নিজের মনের সঙ্গে চলা লড়াইয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মহামারীর পরে আমি ভেবেছিলাম হয়তো আবার আগের মতো খেলতে পারব। কিন্তু কঠিন সত্য হলো– আমি তা পারছি না।’
রিভার প্লেটে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন মাচেরানো। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮ বছরের দীর্ঘ ক্যারিয়ার রয়েছে বার্সেলোনায়। বার্সার হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচবার লা লিগা জেতার সাক্ষী মাচেরানো।
এর আগে ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন ওয়েস্টহ্যামে। এর পর চলে যান লিভারপুলে।
আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলা মাচেরানো দুই বছর আগে জাতীয় দলকে বিদায় জানান।
তথ্যসূত্র: গোল ডট কম