Ultimate magazine theme for WordPress.

ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে উঠে গুলি, নিহত ৩৪

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি চালিয়ে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার দেশটির মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির দেবাট প্রশাসনিক অঞ্চল তবনিশানজুল-গুমুজে এ হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনো যোগসূত্র আছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলছে, তবনিশানজুল-গুমুজে বাসে হামলার ঘটনা ছাড়াও অন্য তিন এলাকায় এ ধরনের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে চলমান সংঘাতের মুখে নিরাপদে আশ্রয় নেয়া লোকদের ওপরও হামলা চালানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Translate »