©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
দক্ষিণ আফ্রিকায় করোনার কারণে দীর্ঘ সাড়ে সাত মাস পর পৃথিবীর সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাপোসা।
রাষ্ট্রপতি বুধবার রাতে দশমবারের মতো জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন।
এখন থেকে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করতে পারবেন।
তবে করোনার নেগেটিভ সার্টিফিকেটসহ সব স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ আফ্রিকায় আসতে হবে।
রাষ্ট্রপতি ভাষণে আরও বলেছেন, জাতীয় দুর্যোগ ঘোষণাটি ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে।
অ্যালকোহলসহ সব ধরনের ব্যবসা-বাণিজ্য আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
দেশে করোনায় মৃত্যু হওয়া সব নাগরিকের জন্য ২৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত শোক দিবস ঘোষণা করা হয়েছে।
এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি।