Ultimate magazine theme for WordPress.

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরণার্থীর মৃত্যু

0

©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦

লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নৌকায় ১২০ জনের বেশি যাত্রী ছিল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, খোমস উপকূলে নৌকা ডুবে গেছে। এতে ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত নৌকায় ১২০ জনের বেশি যাত্রী ছিল। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। এরই মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আইওএম এর তথ্যানুসারে, এ বছর ইউরোপে যাওয়ার সময় অন্তত ৯শ’ মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে। উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে গেছে ১১ হাজারের বেশি মানুষ।

সূত্র: এনডিটিভি

Leave A Reply

Your email address will not be published.

Translate »