©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক♦
ক্লাবের হয়ে খেলার সময় গত মাসের শেষের দিকে পায়ের অ্যাডাক্টর মাংসপেশিতে চোট পান নেইমার। অন্তত এক ম্যাচে যদি তাকে পাওয়া যায়, এই আশায় এরপরও তাকে দলে রেখেছিল ব্রাজিল। বৃহস্পতিবার দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, এই দফায় নেইমারকে ছাড়াই খেলতে হবে তাদের।
“আমরা আশায় ছিলাম, সে (নেইমার) হয়ত খেলতে পারবে; এই জন্যেই তাকে ব্রাজিলে আনা। সে সেরে উঠছে তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সেরে ওঠার পর্যায়ে নেই।”
নেইমার এখন ব্রাজিল দলের সঙ্গেই থাকবেন না-কি প্যারিসে ফিরে যাবেন, বিষয়টি পরিষ্কার নয়।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচ জেতা ব্রাজিল বর্তমানে পয়েন্ট টেবিলে দুইয়ে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.