©ক্রাইম টিভি বাংলা ব্রাজিল ডেস্ক♦
সমুদ্র তীরেও লড়াই স্বাধীনতার জন্য! এ লড়াই নগ্ন হওয়ার লড়াই। খোলা আকাশের নিচে সমুদ্রতীরে নগ্ন হওয়ার স্বাধীনতা চায় ওরা। এজন্য গড়ে তুলেছে নুডিস্ট সোসাইটিও। আর সে সোসাইটির ব্যানারে বিভিন্ন বিচে সংগঠিত হন স্বাধীনতাকামীরা!
অবশেষে ২০১৪ সালে জয় পেয়েছে ব্রাজিলের সৈকতে লড়াইরত নুডিস্ট স্বাধীনতাকামীরা। রিওডিজেনিরোর অ্যাব্রিকো সমুদ্রসৈকতে দীর্ঘ দুই দশক ধরে আন্দোলন করে অবশেষে সফল হয়েছিল তারা। এর মধ্য দিয়ে ব্রাজিল প্রথম একটা সমুদ্রসৈকত পেয়েছে, যেখানে নগ্ন হওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।।
কোথায় সেই নীল সৈকত? রিওডিজেনিরো থেকে পশ্চিমে ৪০ কিলোমিটার দূরে রয়েছে কোপাকাবানা বিচ। পাকাপাকিভাবেই এই বিচ এখন নুডিস্ট বিচের মুকুট পরা। যার ফলে তা নুডিস্টদের অবাধ বিচরণস্থানে পরিণত হয়েছে । ব্রাজিলে যে সকল পর্যটক বেড়াতে আসেন তারা একবার হলেও দেখে যান এই নুডিস্ট বিচ।