দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করেছে দেশটির আইনসভা কংগ্রেস।
©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করেছে দেশটির আইনসভা কংগ্রেস।
বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য মিলেছে।
প্রায় আট ঘণ্টার অভিশংসন বিচারের পর জনপ্রিয় এই প্রেসিডেন্টকে সরানোর পক্ষে ১০৫ পার্লামেন্ট সদস্য ভোট দেন। বিরোধিতা করেন ১৯ আর অনুপস্থিত ছিলেন চারজন।
দেশটিকে প্রেসিডেন্টকে অভিশংসন করতে হলে ৮৭ ভোটের দরকার পড়ে। কংগ্রেস নেতা ম্যানুয়েল ম্যারিনো বলেন, প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করতে প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
আগামী বছরের জুলাই পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের মেয়াদ ছিল। এখন সাংবিধানিকভাবে সেই দায়িত্ব পালন করবেন ম্যানুয়েল ম্যারিনো।
তবে মাথা উঁচু করেই ক্ষমতা থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্টিন ভিজকারা। কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কোনো ইচ্ছা নেই বলেও জানিয়েছেন।
তিনি বলেন, দুই বছর আট মাস আগে ক্ষমতা গ্রহণের পর মাথা উঁচু করেই আমি সরকারি প্রাসাদ ছাড়ছি।
শিগগিরই তিনি নিজের বাড়িতে গিয়ে উঠবেন বলে জানিয়েছেন দক্ষিন আমেরিকান দেশটির সাবেক এ প্রেসিডেন্ট।
তবে রাজধানী লিমাসহ অন্যান্য শহরে তার সমর্থনে লোকজনকে বিক্ষোভ করতে দেখা গেছে।