©ক্রাইম টিভি বাংলা অনলাইন ডেস্ক ♦
করোনা মহামারির ধাক্কায় চরম সংকটে বিশ্ব অর্থনীতি।
বিশেষ করে বিমান খাতে এর আঘাত সবচেয়ে কঠিন।
এই আঘাত সহ্য করার ক্ষমতা না থাকায় বিশ্বের বেশিরভাগ বিমান সংস্থাগুলোকেই ঋণ-অনুদানের মতো নানা সহায়তা দিচ্ছে বিভিন্ন সরকার।
তবে, ব্যতিক্রম নরওয়েজিয়ান এয়ার।
করোনা সংকটে টিকতে না পেরে রীতিমতো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ইউরোপের চতুর্থ বৃহত্তম সাশ্রয়ী এয়ারলাইনটি।
সোমবার নরওয়েজিয়ান এয়ার জানিয়েছে, নরওয়ে সরকার তাদের বাড়তি আর্থিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে, যা তাদের মারাত্মক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলে দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাকব শ্র্যাম এক বিবৃতিতে বলেন, সরকারের এ সিদ্ধান্ত খুবই হতাশাজনক। মনে হচ্ছে, মুখে চড় মারা হয়েছে।
তিনি বলেন, সারাবিশ্বে এয়ারলাইনগুলো নিজ নিজ সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পাচ্ছে।
নরওয়ের অর্থনীতিতে অবদান রাখায় নরওয়েজিয়ান এয়ারেরও সেটি পাওয়া উচিত।
কেউ কীভাবে অন্য সিদ্ধান্তে আসতে পারে, যা বোঝা অসম্ভব!